প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:56 PM
আপডেট: Fri, May 9, 2025 11:00 AM

২০২২ সালে বিশ্বজুড়ে ৬৭ সাংবাদিক নিহত

খালিদ আহমেদ: ২০২২ সালে বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোর সন্ত্রাসী গ্যাংগুলোর উৎপাতের কারনে হত্যা বেড়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। গত নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৭। 

চলতি বছর সব থেকে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান। রাশিয়াকে ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। ফলে গত ৯ মাস ধরে সেখানে সংঘাত চলছে। আর এই সংঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ সাংবাদিক। তাদের বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক। তবে বিদেশি গণমাধ্যমগুলোর সাংবাদিকরাও আছেন মৃতের তালিকায়। যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহে সবথেকে বেশি সাংবাদিক মারা গেছেন। 

জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এতে আরও দেখা গেছে, হত্যা ছাড়াও সাংবাদিকদের উপরে নির্যাতনের ঘটনাও বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা ১০ জন বেশি ছিল। তাদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশে। বিশ্বের দেশগুলোকে সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে আইএফজে। 

সংস্থাটির প্রধান অ্যান্থনি বেলাঞ্জার  এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতা কেবলমাত্র তাদেরই উৎসাহিত করবে যারা তথ্যের অবাধ প্রবাহকে দমন করতে চায়। সম্পাদনা: সালেহ্ বিপ্ল